সফল স্পেন ও দুবাই সফর করে ফিরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফর নিয়ে তীর্যক মন্তব্য করেছেন বিজেপি নেতৃত্ব।বাদ যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার মন্তব্যের বিরুদ্ধে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, মণিপুর যখন পুড়ছিল তখন বিদেশ সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদি।তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলেন, কিন্তু একবারের জন্যও মণিপুরে যাওয়ার প্রয়োজন মনে করেননি।।আমরা সবাই জানি কোন নেতা বিশ্বস্ত আর কে নয়!
এদিন বিকেলে ফের টুইটে শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল লেখেন,আমরা বুঝি যে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর থেকে ধারাবাহিকভাবে বাদ দেওয়ায় হতাশ।
কিন্তু, চিন্তা করবেন না অধিকারী সাহেব! আপনার পাসপোর্ট শীঘ্রই সেই লোভনীয় ভিসা স্ট্যাম্পে শোভা পাবে।
এবার এই বিদেশ সফরে মাদ্রিদ, বার্সেলোনা ও দুবাইয়ে শিল্প বাণিজ্য সম্মেলনের পাশাপাশি নামকরা শিল্পপতিদের সঙ্গে আলাদা বৈঠকও হয় মুখ্যমন্ত্রীর। নভেম্বরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে এই সফর নিয়ে বেশ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বিরোধী দলনেতা টুইটে লেখেন, যাঁরা মুখ্যমন্ত্রীর বিদেশে ছুটি কাটাতে যাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সফরের মিল খুঁজছেন তাঁদের উদ্দেশে বলি, প্রধানমন্ত্রীর কৌশলগত সফরের মাধ্যমে বিশ্বে ভারতের গুরুত্ব ক্রমে বৃদ্ধি পাওয়ার ভিত তৈরি হয়। যার ফলে এখন ভারত বিশ্ব মিত্র বলে সমাদৃত। গর্বের সঙ্গে সফল জি ২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছে ভারত।



































































































































