দক্ষিণেশ্বরে  সোনাঝুরির হাট ঘিরে উৎসাহ তুঙ্গে

0
2

পৌষমেলা থেকে বিশ্বভারতী, সোনাঝুরির হাট থেকে খোয়াই। শান্তিনিকেতনের টানে বারবারই বোলপুর ছুটে যান অগুণতি মানুষ। শান্তিনিকেতনে উপচে পড়ে ভিড়। এবার যেন এক টুকরো শান্তিনিকেতনের দেখা মিলল উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরে।ডোমেস্টিক এরিয়ার মাঠ যেন হয়ে উঠল এক টুকরো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটের আদলে দক্ষিণেশ্বরে বসল সোনাঝুরির হাট।সঙ্গে শুরু হয়েছে খাদ্য উৎসব।

যারা শান্তিনিকেতন যাননি। কিন্তু সেখানকার সৌন্দর্যের কথা শুনেছেন। কিন্তু, দেখেননি সোনাঝুরির হাট। তাদের জন্য এই অভিনব উদ্যোগ, বলছেন উদ্যোক্তারা। এবছর তাদের দূর্গাপুজোর ৭৫ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে এই আয়োজন।শান্তিনিকেতন থেকেই এসেছে প্রায় ২৫ টি স্টল৷ পাশাপাশি আছে জেলার বিখ্যাত মুখোশ। এছাড়াও এই হাটে মিলছে বিভিন্ন ধরনের ও বিভিন্ন স্বাদের পিঠে ও পুলি। এছাড়াও মিলছে বিখ্যাত দই, জয়নগরের মোয়া সহ অন্যান্য সামগ্রী। হাটের প্রথম দিন থেকেই ভাল সাড়া পড়েছে সোনাঝুরির হাটে।২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা।

সব মিলিয়ে পুজোর আগে দক্ষিণেশ্বরে এক টুকরো শান্তিনিকেতনের ছোঁওয়া, সোনাঝুরি হাটের স্পর্শ বাড়তি পাওনা এলাকার মানুষের।