ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের যাত্রীসুরক্ষা। শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তিরুচ্ছিরাপল্লি থেকে শ্রী গঙ্গানগরগামী হামসফর এক্সপ্রেসে। জানা যাচ্ছে, এদিন দুপুরে গুজরাটের ভালসাদ স্টেশনের কাছে প্রথম নজরে আসে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রথমে ইঞ্জিনে আগুন লাগে, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য কামরায়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নামতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দ্রুত গোটা ট্রেন খালি করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই দুর্ঘটনা প্রসঙ্গে রেলের তরফে জানা গিয়েছে, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। দ্রুত ট্রেন খালি করার কাজ শুরু হয়। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আপাতত আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছেন রেল আধিকারিকরা। এদিকে এই ঘটনার বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ট্রেনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন আতঙ্কিত যাত্রীরা। আশেপাশে জড়ো হয়েছেন বহু মানুষ।
#WATCH | Fire breaks out in Humsafar Express, which runs between Tiruchirappalli and Shri Ganganagar, in Gujarat’s Valsad; no casualty reported till now pic.twitter.com/p5Eyb7VQKw
— ANI (@ANI) September 23, 2023
উল্লেখ্য, গত মাসেই তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে চলন্ত ট্রেনে এমনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আতঙ্কে ট্রেন খালি করার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। যার ফলে পদপৃষ্টে ১০ জনের মৃত্যু হয়। স্বভাবতই এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ ছড়িয়েছে। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।