রহমানের শো ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খ.লা! আয়োজক সংস্থার বিরুদ্ধে দায়ের অভিযোগ

0
3

গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ে (Chennai) শো করতে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী (Musician) এ আর রহমান (A R Rahman)। আর সেই কনসার্টকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। চলে দেদার ধাক্কাধাক্কি, আর সেই ঘটনার জেরেই অনুষ্ঠান দেখতে আসা বহু মানুষের পদপিষ্ট হওয়ার খবর প্রকাশ্যে আসে। পাশাপাশি শ্লীলতাহানির শিকার হন বহু মহিলারাও। ঘটনার জেরে ছাড় পাননি রহমানও। তাঁর বিরুদ্ধেও উঠে আসে বিস্তর অভিযোগ। এবার সপ্তাহ দুয়েক পরে সেই বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হল অভিযোগ। জানা গিয়েছে ওই অনুষ্ঠানের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে শুক্রবার অভিযোগ দায়ের করেছে চেন্নাই পুলিশ (Chennai Police)।

অভিযোগ, আসনের থেকে বেশি সংখ্যক টিকিট বিক্রি করার পাশাপাশি শ্রোতা ও দর্শকের বিশ্বাস ভাঙার অভিযোগও রয়েছে সংস্থার বিরুদ্ধে। চেন্নাই পুলিশের এক আধিকারিকের অভিযোগ, রহমানের অনুষ্ঠানে যত জন শ্রোতা বসতে পারতেন তাঁর থেকে প্রায় ১৫ হাজার বেশি শ্রোতা সেই কনসার্টে হাজির হয়েছিলেন। ২৫ হাজার শ্রোতার জন্য চেয়ারের ব্যবস্থা থাকলেও অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রায় ৪০ হাজার জন। আর এই অব্যবস্থার জন্য আয়োজক সংস্থাকে কাঠগড়ায় তুলে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ১৮৮ ধারায় অভিযোগ দায়ের করেছে চেন্নাই পুলিশ। সপ্তাহ খানেক আগে একটি বিবৃতি জারি করে অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানান, কনসার্টে বিশৃঙ্খলার দায় সম্পূর্ণ তাঁদের। এতে এআর রহমানের কোনও দোষ নেই।

আয়োজকরা স্বীকার করেছেন, লাভের লোভে বেশি সংখ্যক টিকিট বিক্রি করেননি তাঁরা উল্টে টিকিট জালিয়াতির কারণেই এমন সমস্যা তৈরি হয়। সেই কারণেই নাকি টিকিট থাকা সত্ত্বেও অনুষ্ঠানে ঢুকতে পারেননি বহু শ্রোতা।