লোকসভাতে ইতিমধ্যেই পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল(Woman reservation Bill)। বিল পাশ হলে লোকসভা ও বিধানসভায় সংরক্ষিত হবে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন। এহেন পরিস্থিতির মাঝেই প্রকাশ্যে এসেছে আর একটি তথ্য। যেখানে দেখা যাচ্ছে, লোকসভায় মহিলা সদস্যের সংখ্যার হিসেবে ১৮৫টি দেশের মধ্যে ভারতের(India) স্থান ১৪১ নম্বরে। শুধু তাই নয়, এই তালিকায় বাংলাদেশ(Bangladesh) ও পাকিস্তানেরও(Pakistan) নীচে ভারতের অবস্থান।

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, দেশের মাত্র ১৫ শতাংশ সাংসদ মহিলা। যা সারা বিশ্বের গড় হিসেবের অনেক নিচে তো বটেই। এমনকী, প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের থেকেও তা শতাংশের হিসেবে কম। অন্যদিকে, বিশ্বের সমস্ত সংসদ ভবনে মহিলা সদস্যদের গড় ২৬ শতাংশ। ১৯৫৬ সাল থেকেই মহিলাদের জন্য সংরক্ষণ নিয়ে পাকিস্তান একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ২০০২ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে মহিলাদের জন্য ১৭ শতাংশ আসন সংরক্ষণ করা হয়। বাংলাদেশ ও নেপালের মতো দেশের জাতীয় আইন পরিষদে মহিলাদের উপস্থিতি ভারতের থেকে বেশি। বাংলাদেশের এককক্ষ বিশিষ্ট ‘জাতীয় সংসদ’-এর ৩৫০ আসনের মধ্যে মহিলাদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে। বর্তমানে বাংলাদেশের সংসদে মহিলাদের উপস্থিতি ২১ শতাংশ। অন্যদিকে, নেপালের সংসদের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভ’-এ মহিলাদের উপস্থিতি ৩৩.০৯ শতাংশ, যা ভারতের পাশাপাশি অনেক দেশের থেকেই অনেক বেশি। ২০০৭ সালে নেপাল সংসদের নিম্নকক্ষে প্রায় এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করা হয়।
এর পাশাপাশি রিপোর্ট বলছে, আমেরিকা ও ব্রিটেনের সংসদে মহিলাদের উপস্থিতি যথাক্রমে ২৯ ও ৩৫ শতাংশ। এবং নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির সংসদ ভবনে ৫০ শতাংশ মহিলা ও ৫০ শতাংশ পুরুষ। পূর্ব আফ্রিকার দেশ রাওয়ান্ডায় পুরুষের চেয়ে মহিলা সদস্য সংখ্যা বেশি সংসদে। সেখানে ৬১ শতাংশ মহিলা প্রতিনিধি। তবে তালিকায় মহিলা সাংসদের নিরিখে ভারতের চেয়েও পিছিয়ে রয়েছে যে দেশগুলি তা হল, শ্রীলঙ্কা (৫ শতাংশ), কাতার (৪ শতাংশ), কুয়েত (৩ শতাংশ), ওমান (২ শতাংশ)।










































































































































