পরিসংখ্যান বলছে , রাজ্যের ন’লক্ষ ছাত্রছাত্রীর আধার কার্ড নেই। তাই সেই সব পড়ুয়ার আধার কার্ড তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার। মঙ্গলবার শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, বুধবার ২০ সেপ্টেম্বর থেকে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড তৈরির কাজ শুরু হবে। প্রাথমিক বিভাগ থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়াদের আধার কার্ড তৈরি হবে ওই শিবিরে।
শিবির আয়োজনের ক্ষেত্রে মহকুমা শাসক ও ব্লকের বিডিওদের সহযোগিতা করতে বলা হয়েছে। সরকারি স্কুলের পাশাপাশি, বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরাও এই শিবিরগুলিতে আধার কার্ড তৈরি করাতে পারবে।
জানা গেছে, আলিপুরদুয়ার জেলায় আটটি, বাঁকুড়া জেলায় ১২টি, ব্যারাকপুর মহকুমা দু’টি, বীরভূমে আটটি, কোচবিহারে সাতটি, দক্ষিণ দিনাজপুরের ১৬ টি, দার্জিলিংয়ে দু’টি, হুগলিতে ছ’টি, হাওড়ায় ২০টি, জলপাইগুড়িতে দু’টি, ঝাড়গ্রামে ১০টি কালিম্পংয়ে চারটি, মালদহে ১৪টি, মুর্শিদাবাদে ২১টি, নদিয়ায় ১১টি, উত্তর ২৪ পরগনায় ২৩টি, পশ্চিম বর্ধমানে একটি, পশ্চিম মেদিনীপুরে ২৫টি, পূর্ব বর্ধমানে ১৬টি পূর্ব মেদিনীপুরে ৩৫টি, পুরুলিয়ায় ১৭টি, শিলিগুড়িতে একটি, দক্ষিণ ২৪ পরগনা ১২টি ও উত্তর দিনাজপুরে চারটি শিবিরের আয়োজন করা হবে ।
প্রশাসনিক মহলের বক্তব্য ঐ, এখন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সরাসরি অর্থ দেওয়া হয় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সুযোগ-সুবিধা পেতে হলে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এই সমীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই শিবির করে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড তৈরির জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। আসলে রাজ্য সরকার চাইছে যাতে ছাত্রছাত্রীরা সহজেই সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ পায়।