ব্রাজিলে অ্যামাজনের কাছে বার্সেলোস প্রদেশে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। শনিবার তখন দুপুর ৩ টে(ভারতীয় সময় মধ্যরাতে আচমকাই যাত্রীসহ ভেঙে পড়ে বিমানটি।গন্তব্য পৌঁছনো আর কিছু সময়ের অপেক্ষা ছিল। কিন্তু তার আগেই ১২ জন যাত্রী এবং দু’জন বিমানকর্মীকে নিয়ে ভেঙে পড়ে বিমনাটি। তাতেই বিমানে থাকা সকলের মৃত্যু হয়।
আরও পড়ুনঃআবার দক্ষিণ আফ্রিকা থেকে আসছে চিতা, তৈরি হচ্ছে নতুন ঠিকানাও
সংবাদমাধ্যম তরফে খবর,উত্তর অ্যামাজনের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে এই বার্সেলোস প্রদেশ। বিমানটির যাত্রাপথও ছিল এটাই। যাতে সময় লাগে প্রায় দেড়ঘণ্টা। বিমান দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পর অ্যামাজনের গভর্নর উইলসন লিমা এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করেছেন। এর পাশাপাশি তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে বিমান ভেঙে পড়ল, তাও জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ভেঙে পড়েছে ওই মাঝারি আকারের বিমানটি। এদিকে মানাউস এয়ারট্যাক্সি এয়ারলাইন ওই ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি জারি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানে থাকা মোট ১২ যাত্রীর মধ্যে কয়েকজন মার্কিন নাগরিকও ছিলেন। যদিও তা এখনও নিশ্চিত নয়।
অ্যামাজনের উপনদী রিও নেগ্রোর ধারে এই বার্সেলোস শহর অবস্থিত। ব্রাজিলের নানা প্রান্ত থেকে এখানে সারাবছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এমনকী, বহু বিদেশি পর্যটকও বার্সেলোসে ঘুরতে আসেন। মনে করা হচ্ছে, বিমানে থাকা ১২ জন যাত্রীও বার্সেলোস ভ্রমণেই যাচ্ছিলেন। এদিকে দুর্ঘটনায় মৃতদের পরিচয় এখনও পুরোপুরি জানা সম্ভব হয়নি।






































































































































