নিপা ভাই.রাস নিয়ে আত.ঙ্কে আইসিএমআর! নতুন অ্যান্টি.বডি নিয়ে ট্রায়ালের সম্ভাবনা

0
2

লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। এই মুহূর্তে দাঁড়িয়ে করোনার থেকেও এই ভাইরাস নিয়ে চিন্তা অনেক বেশি, বলছেন বিশেষজ্ঞরা। ICMR-এর ডিরেক্টর জেনারেল রাজীব বাহল (Rajiv Bahel) জানিয়েছেন, বর্তমানে নিপা ভাইরাসের (Nipah Virus) ক্ষেত্রে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ আর কোভিডের ক্ষেত্রে সেই হার ২-৩ শতাংশ।

দেশের দক্ষিণ ভাগে দাপট দেখাচ্ছে নিপা ভাইরাস।কেরলে ৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের (Central health ministry) তরফে প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া থেকে মনোক্লোনাল অ্যান্টিবডি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত কুড়িটি ডোজ আনা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হলে একেবারে শুরুর দিকেই রোগীকে এই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা প্রয়োজন। তবেই ফল পাওয়া যায়। এখনও পর্যন্ত ভারতে কাউকে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। কেরলে নিপা আতঙ্কে স্কুলে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে সে রাজ্যের সরকার। দ্রুত ভাইরাস এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ার মতো ঘটনাও দেখা গেছে। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা পুরোপুরি কার্যকর হবে বলে এখনই মনে করা হচ্ছে না। বিষয়টি ট্রায়াল পর্যায়ে রয়েছে। কেরলে আক্রান্তদের ক্ষেত্রে এই অ্যান্টিবডি প্রয়োগ করা হবে কি না, সেই সিদ্ধান্ত কেরল সরকার ও রোগীর পরিজনের উপর নির্ভর করবে।