আজ বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে স্পেন যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৮টা নাগাদ দুবাইগামী বিশেষ বিমানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু,প্রায় দু’ঘণ্টা ঘণ্টা দেরিতে দুবাইগামী বিশেষ বিমানটি ছাড়বে বলে জানা গিয়েছে।সাড়ে ১০টা নাগাদ বিমানটি ছাড়ার কথা। তবে কী কারণে বিমান বিলম্ব, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ রাজ্যে বিনিয়োগ আনতে বিশেষ উদ্যোগ! মঙ্গলেই স্পেন-দুবাই সফরে মুখ্যমন্ত্রী
প্রায় ৫ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।২৩শে সেপ্টেম্বর পর্যন্ত স্পেনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ দিন বিদেশ থাকাকালীন রোজই তিনি জরুরি বৈঠকে ব্যস্ত থাকবেন। মূলত লগ্নি আনার লক্ষ্যেই এই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিদেশের অনুষ্ঠান নিয়ে বিস্তারিত বলেন৷ তিনি জানান, প্রথমে তিনি যাবেন মাদ্রিদ, সেখান থেকে বার্সেলোনাতেও যাবেন৷ সেখানকার অনুষ্ঠান সেরে তিনি আসবেন দুবাইয়ে৷ সেখানে একটি বাণিজ্য সম্মেলন আছে৷ সেটি সেরে তিনি দেশে ফিরবেন৷





































































































































