১) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতের। পাকিস্তানকে হারাল ২২৮ রানে। ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি-কে এল রাহুল। দু’জনই শতরানে অপরাজিত। বল হাতে পাঁচ উইকেট কুলদীপ যাদবের।

২) দুরন্ত প্রত্যাবর্তন কে এল রাহুলের। চোট সারিয়ে সবে মাত্র দলে ফিরেছেন। আর ম্যাচে ফিরেই দারুণ ফর্মে রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে ১১১ রান অপরাজিত তিনি। ইনিংস সাজান ১২ টার চার, ২টো ছক্কা দিয়ে। এই শতরানের সুবাদে একদিনের ক্রিকেটে ষষ্ঠ লতরান করলেন তিনি।

৩) দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলিও। পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের সুবাদে একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান হয়ে গেল কোহলির। এরপাশাপাশি একদিনের ক্রিকেটে ৪৭ তম শতরান করলেন বিরাট কিং কোহলি।
৪) মঙ্গলবার আবার মাঠে নামতে চলেছে ভারত। এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া কাপে ভারতের কঠিন সূচিতে ক্লান্তির কথা জানালেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে দলকে জেতানোর পরে জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির।
৫) জঙ্গিদের কবলে পাকিস্তানের ছয় ফুটবলার! ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে বালুচিস্তানের দেরা বুগতি জেলার সুই শহরে। অপহৃত ছয় ফুটবলারদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। অপহৃতদের উদ্ধার করতে তল্লাশি শুরু চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতের, পাঁচ উইকেট কুলদীপ যাদবের










































































































































