এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতের। এদিন পাকিস্তানকে হারাল ২২৮ রানে। ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি-কে এল রাহুল। দু’জনই শতরানে অপরাজিত। বল হাতে পাঁচ উইকেট কুলদীপ যাদবের।

আজ ‘রিজার্ভ ডে’এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। রবিবার ম্যাচ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে ম্যাচ। আর ম্যাচে নেমেই দরুন্ত ইনিংস খেললেন বিরাট কোহলি-কে এল রাহুল। অস্ত্রোপচারের পর দীর্ঘ ছ’মাস পরে এই ম্যাচেই কামব্যাক করেন রাহুল। আর ম্যাচেই ফিরেই দুরন্ত ইনিংস খেলেন রাহুল। ১১১ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ১২ টার চার, ২টো ছক্কা দিয়ে। ওপরদিকে এই ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলিও। পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের সুবাদে একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান হয়ে গেল কোহলির। দ্রুততম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এখনও পযর্ন্ত এই নিয়ে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন কোহলি। এর সুবাদে টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন।এরপাশাপাশি একদিনের ক্রিকেটে ৪৭ তম শতরান করলেন বিরাট কিং কোহলি। রবিবার রোহিত করেন ৫৬ রান। শুভমন গিল করেন ৫৮ রান। পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৬ রান করে ভারত। পাকিস্তানের হয়ে হয়ে একটি উইকেট নেন শাহিন আফ্রিদি এবং শাহদাব খান। এদিন চোটের কারনে খেলতে পারেননি হ্যারিস রউফ। শুধু তাই নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফের জানান হয়েছে গোটা এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন তিনি।

এদিকে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সৌজন্যে কুলদীপ যাদব। একাই নিলেন পাঁচ উইকেট। শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ৯ রানে আউট হন ইমান উল হক। ১০ রানে আউট হন অধিনায়ক বাবর আজম। ২ রান করেন মহম্মদ রিজওয়ান। সালমান করেন ২৩ রান। ভারতের হয়ে একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর। ৫ উইকেট কুলদীপ যাদবের।
আরও পড়ুন:দুরন্ত প্রত্যাবর্তন রাহুলের, শতরান করে বিরাট নজির কোহলির











































































































































