নিজের বিধানসভা এলাকায় অত্যাধুনিক শৌচালয়ের উদ্বোধন করলেন টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ, সোমবার কলকাতা পুরনিগমের অন্তর্গত ৯৭ নম্বর ওয়ার্ডে এনএসসি বোস রোডের উপর ফিউচার ফাউন্ডেশন স্কুলের পাশে রিজেন্ট পার্কে ওই অত্যাধুনিক “মডেল পে এন্ড ইউজ টয়লেট”-এর উদ্বোধন করলেন অরূপ বিশ্বাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুররসভার মেয়র মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, মেয়র পারিষদ তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার সহ যাদবপুর ও টালিগঞ্জের পৌর প্রতিনিধিগণ।

আরও পড়ুন- বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী, মিনি ডার্বির দিন ঘোষণা আইএফএ-র





































































































































