শুক্রবারই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের (By election) ফল ঘোষণা। আর কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। সেই কারণে উপনির্বাচন (By election) হলেও, একে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল। উত্তরবঙ্গের রাজনীতির নিরিখেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ভোটগণনার মধ্যে দিয়ে। হারের আশঙ্কায় ইতিমধ্যেই গণনায় কারচুপির চেষ্টার অভিযোগ তুলেছে BJP।

যদিও ভোট পর্বের মতোই গণনা পর্বেও কোনও রকম অশান্তির ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
• বৃহস্পতিবার থেকেই গণনা কেন্দ্রের ২০০মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
• গণনা কেন্দ্র ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

ভোট গণনা শুরু হবে সকাল আটটায়। প্রথম পর্যায়ে রাজ্যের সশস্ত্র পুলিশ, দ্বিতীয় পর্যায়ে থাকবে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ও তৃতীয় স্তরে থাকবে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে সাদা কাগজ ওপেন ছাড়া আর কোনও কিছু নিয়েই প্রবেশ করা যাবে না। ২টি হলে গণনা করা হবে। ২৮টি টেবিল, ৯টি রাউন্ড গণনা করা হবে। ধূপগুড়িতে ভোটদানের চূড়ান্ত হারও এদিন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত ওই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৮.১৯%।










































































































































