আরও বিপাকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। তাঁর বিরুদ্ধে বিতর্কিত ‘চুমু-কাণ্ডে’র ঘটনায় মামলা করেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার হেনি হেরমোসো। মঙ্গলবার সে দেশের অ্যাটর্নি জেনারেলের অফিসে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন তিনি। নতুন করে আনা এই অভিযোগের ফলে, ৪৬ বছর বয়সী রুবিয়ালেস ফৌজদারি মামলার মুখোমুখি হওয়া শুধু সময়ের অপেক্ষা।
স্পেনের কৌঁসুলি অফিস এক বিবৃতিতে জানিয়েছে, কৌঁসুলিরা রুবিয়ালেসের বিপক্ষে খুব দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ আনবেন। নারী বিশ্বকাপ ফাইনালের বিজয়মঞ্চে হেরমোসোর ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। হেরমোসো এই ঘটনায় ‘যৌন নির্যাতন’–এর শিকার হয়েছেন কি না, তা নিয়ে গত ২৯ আগস্ট কৌঁসুলিরা প্রাথমিক তদন্ত শুরু করেন। জানা গিয়েছে, অসম্মতিতে চুমু দেওয়ায় রুবিয়ালেসের জরিমানা থেকে ৪ বছরের জেল হতে পারে।
গত ২০ আগস্ট নারী বিশ্বকাপ জয়ের পর বিজয়মঞ্চে স্পেনের মিডফিল্ডার হেরমোসো পদক নেওয়ার সময় দেশের ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান।সেই সময় তিনি তাঁর ঠোঁটে চুমু দেন। এ নিয়ে সমালোচনা হয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন মহলে। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রুবিয়ালেস তখন বলেছিলেন, চুমুর বিষয়টি ছিল পারস্পরিক, স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।তবে হেরমোসো বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, লুইস রুবিয়ালেস তাঁর বক্তব্যে যা যা দাবি করেছেন, বিশেষ করে সম্মতিসূচক চুমুর ব্যাপারটি—তাঁর সঙ্গে এমন কোনও কথাবার্তাই হয়নি। এগুলো মিথ্যা এবং নিজের সুবিধার জন্য কাউকে নিয়ন্ত্রণ করার যে সংস্কৃতি তিনি গড়ে তুলেছেন, সেটারই অংশ।’