একদিনের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের পরই অবসর নিতে চলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি’কক। এদিন এমনটাই জানিয়ে দিলেন তিনি। জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকেও। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন ডি’কক। সেই বিশ্বকাপেই শেষবার দক্ষিণ আফ্রিকার একদিনের জার্সি পরে খেলতে দেখা যাবে তাঁকে।

এদিন ডি’ককের অবসর নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়,”বিশ্বকাপের পরেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চায় ডি’কক। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে আশা করছি আগামী দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ ক্রিকেটে খেলবে ডি’কক।”

২০২১ সালের ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’কক। সেই সময় ডি’কক জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একদিনের ক্রিকেট থেকে তিনি কেন অবসর নিতে চাইছেন সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি ডি’কক।

দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন ডি’কক। দলের হয়ে ১৪০টি এক দিনের ম্যাচ খেলে ৫৯৬৬ রান করেছেন তিনি। ৪৪.৮৫ গড় ও ৯৬.০৮ স্ট্রাইক রেটে রান করেছেন এই বাঁ হাতি ক্রিকেটার। ১৭টি শতরান এবং ২৯টি অর্ধশতরান করেছেন ডি’কক।
আরও পড়ুন:দলে জাগয়া হল না সঞ্জুর, বিশ্বকাপে ফর্মে না থাকা সূর্যকুমার, কেন?










































































































































