বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি রাজ্যে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবেই আগামী বুধবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃআচ্ছে দিন! উল্কার বেগে এক বছরে বিজেপির সম্পদ বেড়েছে ১০৫৬ কোটি
হাওয়া অফিসের পূর্বাভাস,কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ছাড়াও বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে।এমনকি পশ্চিমের জেলাগুলিতেও এই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। কখনও মুষলধারে , কখনও আবার হালকা বৃষ্টিতে ভিজছে শহর। সোমবারও দফায় দফায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। শুরু হয়েছে বৃষ্টি।






































































































































