১) এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল ভারতীয় দল। গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারল টিম ইন্ডিয়া। নেপালকে হারাল ১০ উইকেটে। ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল।

২) ডুরান্ড কাপে হারের ধাক্কা সামলাতে না সামলাতে ফের ধাক্কা ইস্টবেঙ্গলে। চোটের কারণে আগামী কয়েক মাস পাওয়া যাবে না অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে। ক্লাবের তরফ এমনটাই জানান হল।

৩) ডার্বি ম্যাচের পরই কাদাপাড়া এবং তৎসংলগ্ন কয়েকটি অঞ্চলে আক্রান্ত হন ইস্টবেঙ্গল সমর্থকরা। খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এব্যাপারে জানানো সিদ্ধান্ত লাল-হলুদ কর্তাদের।

৪) ডার্বি ম্যাচের পরই কাদাপাড়া এবং তৎসংলগ্ন কয়েকটি অঞ্চলে আক্রান্ত হন ইস্টবেঙ্গল সমর্থকরা। আহত সমর্থকদের চিকিৎসার খরচ দেবে ইস্টবেঙ্গল ক্লাব।
৫) বাবা হলেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ। সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দিলেন বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এমনটা জানালেন বুমরাহ। ছেলের নাম রেখেছেন অঙ্গদ যশপ্রীত বুমরাহ।
আরও পড়ুন:নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত










































































































































