পুজোর আগে মাত্র ৩০০ টাকায় ‘বাংলার শাড়ি’, উদ্বোধন মুখ্যমন্ত্রীর

0
2

পুজোর আগেই বাংলার শাড়িপ্রেমীদের জন্য সুখবর। মাত্র ৩০০ টাকায় মিলবে উৎকৃষ্ট মানের শাড়ি। ‘উৎকর্ষ বাংলা’ পর্যালোচনা বৈঠকে সস্তায় রাজ্যে তৈরি শাড়ি বিক্রির যে প্রকল্পের পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পুজোর আগেই খুলে যাবে সেই ‘বাংলার শাড়ি’-এর আউটলেট। আজ, সোমবার ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ বিশিষ্ট জনেরা।

আপাতত দুটি জায়গায় খুলছে ‘বাংলার শাড়ি’র বিপণি। ‘বাংলার শাড়ি’র প্রথম দুই দোকানের একটি খুলছে ঢাকুরিয়া দক্ষিণাপণে এবং অপরটি খুলছে নিউ দিঘায়। পুজোর আগেই সেখানে মিলবে বাংলার বিভিন্ন জেলায় তৈরি হওয়া রকমারিসব শাড়ি। তাঁত, ধনেখালি বালুচরি, মসলিন থেকে ঢাকাই, বাংলার সমস্ত বিখ্যাত শাড়িই এই স্টোরে মিলবে ন্যূনতম দামে। মাত্র ৩০০ টাকা থেকে শুরু হবে শাড়ির দাম। মিলবে সর্বোচ্চ ১১ হাজার টাকার শাড়ি। শুধু শাড়িই নয়, বাংলার তাঁতিদের তৈরি কাপড় দিয়ে বানানো ডিজাইনার সালোয়ার, কুর্তি, শার্ট-প্যান্টও মিলবে ‘বাংলার শাড়ি’ স্টোরে।