চিনা মাঞ্জায় বিপত্তি! বাইক আরোহীর নাক ও চোখে আঘাত লেগে দুর্ঘ*টনা শ্রীরামপুরে

0
4

চিনা মাঞ্জার জেরে বিপত্তি। গুরুতর জখম এক বাইকচালক। নাকে আঘাত লেগে গুরুতর অসুস্থ তিনি। জানা গেছে, বাইকচালকের নাকে দু’টি সেলাই পড়েছে।ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে।

আরও পড়ুনঃ মারণ চিনা মাঞ্জা বিক্রি রুখতে পুলিশি হানা, হাওড়া থেকে গ্রেফতার ৮
পুলিশ সূত্রের খবর, জখম যুবকের নাম স্বাগত মজুমদার।। তিনি কোন্নগর নবগ্রামের বাসিন্দা। এদিন বাড়ি ফেরার পথে শ্রীরামপুর স্টেশনের উপরের ব্রিজ দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বাগত। সেই সময়ই চিনা মাঞ্জার জেরে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। নাক এবং চোখেও আঘাত পান তিনি। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। দু’টি সেলাই পড়েছে নাকে। স্বাগত মজুমদারের দাবি, “চিনা মাঞ্জার জেরে এই এই বিপদ ঘটল। প্রশাসনকে বলব এই সুতো ব্যবহার যাতে না হয় সেদিকে নজর রাখা হোক।”
নিষিদ্ধ চিনা মাঞ্জার বিক্রি ঠেকাতে এলাধিকবার সোচ্চার হয়েছে প্রশাসন। তা চিনা মাঞ্জার বিক্রি পুরোপুরি বন্ধ করা এখনও যায়নি। এর আগেও বহুবার এই সুতোর জেরে আহত হওয়ার ঘটনা সামনে এসেছে।এমনকি চিনা মাঞ্জায় প্রায়শয়ই শিরোনামে থাকত মা উড়ালপুল। যদিও বর্তমানে প্রশাসনের তৎপরতায় মা উড়ালপুলে ফেন্সিং লাগানোর পর চইনা মাঞ্জার দৌরাত্ম অনেকটাই কমেছে।