বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ

0
2

অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত পাকিস্তান ম‍্যাচ। প্রথমে ব‍্যাট করে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংস শেষ হওয়ার পরে নামে বৃষ্টি। শেষমেশ বৃষ্টি না থামায় ম‍্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় ম‍্যাচ অফিসিয়ালরা। পাকিস্তান ইনিংসের এক বলও হয়নি।

সম্ভাবনা ছিল ভারত-পাকিস্তান ম‍্যাচের দিন বৃষ্টি হওয়ার। তেমনটাই হল। ম‍্যাচে এদিন শুরুতে তাও খেলা যায়। টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংস চলাকালীন বৃষ্টির জন‍্য দু’বার বন্ধ হয় ম‍্যাচ। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ ভারতের টপ অর্ডার। শাহিন আফ্রিদির বলে একে একে ফেরেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ১১ রান করেন ভারত অধিনায়ক। ৪ রান করেন বিরাট। শভমন গিল করেন ১০ রান। ১৪ রান করেন শ্রেয়স আইয়র। পাক আক্রমণে ধুঁকতে থাকে ভারতের ব্যাটিং অর্ডার। কিন্তু  এরপর ভারতের স্কোর লাইন এগিয়ে নিয়ে যান ঈশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া। দুই এই ব‍্যাট খাদের কিনারা থেকে টেনে তোলে ভারতকে। ঈশানের ৮২ রান এবং হার্দিকের ৮৭ রানের সৌজন্যে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া। পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন আফ্রিদি। এবং তিনটি করে উইকেট নেন নাসীম শাহ এবং হরিশ রৌফ।

এরপরই শুরু হয় বৃষ্টি। কখনও কমে বৃষ্টি, আবার কখনও বাড়ে। বৃষ্টি একটু ধরে এলে মাঠ পর্যবেক্ষণও করা হয়। যখন মনে করা হচ্ছিল ম্যাচ শুরু করা সম্ভব তখন ফের শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি আর না থামায় ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন ম‍্যাচ অফিসিয়ালরা। আর এই ম্যাচ পরিত্যক্ত  হওয়ার ফলে দুই দলই এক পয়েন্ট করে পেল।

আরও পড়ুন:জ্বলে উঠলেন শাহিন, ভেঙে পরল ভারতের টপ অর্ডার, ৪ উইকেটের কোনটা সেরা? জানালেন পাকিস্তানের বোলার