বর্ষায় কলকাতা (Kolkata) শহরে জমা জলের সমস্যা নিয়ে গতকাল, শুক্রবার মেয়র পারিষদ তারক সিংকে (Tarak Singh) ফোনে তীব্র ভৎসনা করেন কলকাতা পুরসভার (KMC) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তারপরই অভিমানে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং। যা নিয়ে শোরগোল পড়ে যায়। শোনা যায়, মেয়র ফের ফোন করেন তারক সিংকে। এরপর ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে আসেন মেয়র পারিষদ তারকবাবু। সংশ্লিষ্ট মহলের ধারণা মেয়রের ফোনেই অভিমান কাটে মেয়র পারিষদের।

অসমর্থিত সূত্রের খবর, অভিমানি তারক সিংকে ফোন করে মেয়র বলেন, তাঁর কোনও কথায় যদি তারক সিং আঘাত পেয়ে থাকেন তাহলে তিনিও দুঃখিত। তবে তারক সিং জানিয়েছেন, তিনি অসুস্থ। বেশকিছু দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। এক্ষুনি পদত্যাগের মতো বিষয়ের দিকে তিনি যাচ্ছেন না। শরীর ঠিক হলে এনিয়ে আলোচনার করা যাবে। শহরের কোথায় জল জমছে তা নিয়ে আলোচনা হবে। তবে যেহেতু খোদ মেয়র দুঃখ প্রকাশ করেছেন তাই আপাতত ইস্তফা দেওয়া থেকে বিরত থাকছেন।











































































































































