একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান এনেছিলেন তৃণমূলের যুবনেতা। যে স্লোগান সেই কঠিন লড়াইয়ের আগে বাড়তি উন্মাদনা জুগিয়েছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। শুধু তাই নয়, দেবাংশুর ‘খেলা হবে’ ভিন রাজ্যেও জনপ্রিয় হয়েছিল। রাজনীতির ঊর্ধ্বে আট থেকে আশি এখনও সকলের মুখে ফেরে সেই স্লোগান।
খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই স্লোগান শোনা গিয়েছিল। বছর পেরোলেই লোকসভা নির্বাচন। এবার সেই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে নয়া স্লোগান আনলেন দেবাংশু ভট্টাচার্য। নতুন স্লোগানের নাম ‘দড়ি ধরে মারো টান’। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যে একাধিক ইস্যু নিয়ে এই স্লোগান তৈরি করা হয়েছে।
এবার দেবাংশুর ‘খেলা হবে’ স্লোগানটি এরকম—
বাইরে থেকে বর্গী এল
চটির হাওয়ায় ভেসে গেল।
দিল্লি এবার আসছি তবে
বন্ধু আবার খেলা হবে….
লক্ষ্মী মায়ের ভান্ডারেতে
মা কাকিমা উঠল মেতে।
কুৎসা করে কি আর হবে?
আবার তো সেই খেলা হবে।
ফন্দি এঁটে কষ্ট দিলে এক পা ভেঙে আটকেছিলে।
দুর্গা এবার দিল্লি যাবে, অসুর তোমার খেলা হবে