রাজ্যের দুই জেলা নদিয়া(Nadia) এবং পুরুলিয়ায়(Purulia) একই সংস্থার দুই সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি(Robbary)। পুলিশের সঙ্গে চলল গুলির লড়াই। পুলিশের গুলিতে আহত ২ ডাকাত। ডাকাতদের ধাওয়া করে নদিয়াতে গ্রেফতার করা হয়েছে ৪ ডাকাতকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।

জানা গিয়েছে, আটজনের দুষ্কৃতী দল মঙ্গলবার আগ্নেয়াস্ত্র নিয়ে রানাঘাটে একটি সোনার গহনার দোকানে ঢোকে। খদ্দের সেজে দোকানের ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গহনা লুঠ করতে থাকে তারা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের ধাওয়া করে। এরপর দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। সুত্রের খবর, পুলিশের গুলিতে জখম হয়েছে ২ ডাকাত। তাদের তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে রাণাঘাটের পুলিশ সুপার।
অন্যদিকে, পুরুলিয়ার নামপাড়া এলাকায় ওই সংস্থার একটি সোনার গহনার দোকানেও ডাকাতি হয়। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে প্রায় আধ ঘণ্টা ধরে সোনার গহনা লুঠ করে ডাকাতদল। প্রায় আটজনের ডাকাত দল ঢোকে সোনার গহনার দোকানে। আট কোটি টাকার সোনা ও হিরে নিয়ে চম্পট দেয় তারা। সঙ্গে নিয়ে যায় সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও। তারপর বাইকে চম্পট দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশের পদস্থ কর্তারাও সেখানে উপস্থিত হয়েছেন।











































































































































