সাতসকালে প্রকাশ্যে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার খবর পেতেই মৃত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
আরও পড়ুনঃগায়ক শ্রীকান্ত আচার্যের পরিচালনায় বাংলা গানের আন্তঃবিদ্যালয় বৃন্দ-গায়ন প্রতিযোগিতা!
মঙ্গলবার সকালে শ্যুটআউটের ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার জালালপুর গ্রামে ।পুলিশ সূত্রে খবর, সইদুল আলি নামে বছর তিরিশের এক ব্যক্তিকে গুলি করে খুন করে তাঁরই প্রতিবেশী। পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মৃত সইদুলের সঙ্গে তাঁর প্রতিবেশীর জমি সংক্রান্ত বিবাদ চলছিল।আজ সকাল ১০টা নাগাদ জমি বিবাদের পাকাপাকি মীমাংসা করতে সইদুলকে গুলি করেন তাঁরই প্রতিবেশী বলে অভিযোগ।ঘটনাস্থলেই মৃত্যু হয় সইদুলের।
গুলিতে মৃত্যুর খবর পেয়ে গ্রামে পুলিশ এলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। তাঁরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।যদিও পরে ক্ষোভ প্রশমিত হয় এলাকাবাসীর।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








































































































































