স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে একাংশের ব্যাঙ্কের অনীহা ও টালবাহানা করছে। সম্প্রতি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে। অভিযুক্ত ব্যাঙ্কের সঙ্গে তৃণমূল স্তরে আলোচনা করে সমস্যা মেটাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কের শাখায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অনুমোদন পত্র নিয়ে যাওয়ার পরেও তারা ঋণের টাকা দিতে চাইছে না, টালবাহানা করছে। এ ব্যাপারে দ্রুত সমাধানের জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrishna Dwibedi) নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। জেলাশাসকদের কাছে জানতে চান, ঠিক কোথায় সমস্যা হচ্ছে? অধিকাংশ জেলাশাসক বলেন, ডকুমেন্টেশন নিয়ে সমস্যা করছে ব্যাঙ্ক। ছাত্রছাত্রীদের ঋণ দেওয়ার আগে তাদের পারিবারিক আয়, আয়ের উৎস ইত্যাদি জানতে চাইছে। অর্থাৎ অভিভাবকদের সিভিল স্কোরজানতে চাইছে। তা পর্যাপ্ত না হলে ঋণ দেওয়া হবে না বলে জানিয়ে দিচ্ছে। না হলে ঝুলিয়ে রাখছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীরা যে পরিমাণ ঋণ চাইছে তা না দিয়ে তার একটা শতাংশ অনুমোদন করছে।
ধরা যাক, কেউ ঋণ চাইছে ৫ লক্ষ টাকা। তাঁকে ১ লক্ষ টাকা অনুমোদন করছে। সামগ্রিকভাবে জেলাশাসকদের থেকে এই অভিযোগ শোনার পর মুখ্যসচিব জানিয়েছেন, “যারা ঋণ পাচ্ছে না, তাদের আপনারা ডাকুন। কী সমস্যা তা জানতে চান। তার পর ব্যাঙ্ক বা তাদের শাখার সঙ্গে কথা বলুন। দরকার হলে তাদেরও ডেকে পাঠান। তার পর কেস ধরে ধরে তা নিষ্পত্তি করার বন্দোবস্ত করুন।“












































































































































