মুখ্যমন্ত্রীর নকসা করা ‘জয় বাংলা’ রাখি পাড়ি দিচ্ছে ভিনরাজ্যে

0
2

সামনেই রাখি পূর্ণিমা। বাজার ছেয়ে গিয়েছে রঙবেঙের রাখিতে। চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সরকারে পক্ষ থেকে তৈরি করা হচ্ছে বিশেষ ডিজাইনের রাখি (Rakhi)। এই রাখির নকসা চূড়ান্ত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাখি শিল্পের উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে গড়ে উঠেছে রাখি ক্লাস্টার। ফলে রাখি শিল্পে আরও উন্নতি হয়েছে। এবার বাংলার তৈরি রাখি পাড়ি দিচ্ছে ভিনরাজ্যে। গুজরাট, রাজস্থান, জম্মু-কাশ্মীর থেকে মুম্বই- সব রাজ্যেই যাচ্ছে বাংলার রাখি। সরকারি উদ্যোগে তৈরি হয়েছে ‘জয় বাংলা’ রাখি। এরই মধ্যে এই রাখি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। নকসা চূড়ান্ত করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

‘জয় বাংলা’ ছাড়াও রাখিতে লেখা রয়েছে ‘সংস্কৃতি দিবস, পশ্চিমবঙ্গ সরকার।’ এরই মধ্যে রাজ্যের যুব কল্যাণ দফতর থেকে ‘জয় বাংলা’ লেখা প্রায় ৬ লক্ষ ৭২ হাজার রাখি তৈরি হয়েছে। এই কাজে যুক্তরা বেশিরভাগই মহিলা। পুজোর মুখে এভাবেই মহিলাদের জন্য কিছু আয়ের ব্যবস্থা করে ফেলেছে রাজ্য সরকার। গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, লাদাখ এমনকী দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকেও বরাত এসেছে বলে জানা গিয়েছে। ভিন রাজ্যের একাধিক ব্যবসায়ী ও সংস্থার পছন্দের তালিকায় এখন এই ‘জয় বাংলা’ রাখি। ফলে আসছে বিপুল অর্ডার। রাজ্যের ভিতরেও বাড়ছে এই রাখির চাহিদা।

আরও পড়ুন- মহড়া চলাকালীন বিপত্তি! চপার ভেঙে ম.র্মান্তিক পরিণতি ৩ মার্কিন সেনার, জোরকদমে চলছে উদ্ধারকাজ