চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মেগা টুর্নামেন্ট। আসন্ন একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হতে পারেন? এই নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। সেহবাগের সর্বোচ্চ রান সংগ্রাহকের লিস্টে নেই বিরাট কোহলি। বললেন এবার বাজি রোহিত শর্মা।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন,” মনে হচ্ছে ওপেনারদের সামনে এবার রান করার দারুণ সুযোগ রয়েছে। এর অন্যতম কারণ ভারতীয় উইকেট। একজনকে বেছে নিতে বলা হলে রোহিতের নাম বলব। আরও একজন ওপেনিং ব্যাটারের নাম আসতে পারে। কিন্তু একজন ভারতীয় হিসাবে আমি রোহিতকেই বেছে নেব। তাই রোহিত-ই আমার বাজি।”

এখানেই না থেমে বীরু আরও বলেন,” রোহিতকে বেছে নেওয়ার আরও একটা কারণ আছে। বিশ্বকাপ এলেই ওর শক্তি বেড়ে যায়। উত্তেজনায় টগবগ করে। ওর পারফরম্যান্স আরও ভাল হবে। আমি নিশ্চিত। তাছাড়া এবার রোহিত অধিনায়ক। ফলে পার্থক্য তৈরির চেষ্টা অবশ্যই করবে রোহিত। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপে প্রচুর রান করবে রোহিত।”
আরও পড়ুন:বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত, ফাইনালে রিলে দল














































































































































