হরিয়ানার নূহতে আগামী ২৮ আগস্ট তাদের ধর্মীয় মিছিল বাতিল করবে না বলে ঘোষণা করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তার আগে সতর্কতা হিসেবে নূহর মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন। নির্দেশ দেওয়া হয়েছে হরিয়ানার নূহতে মোবাইল ইন্টারনেট এবং বাল্ক এসএমএস পরিষেবা দুই দিনের জন্য স্থগিত থাকবে। শনিবার থেকে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা।

প্রসঙ্গত নিরাপত্তার কারণ দেখিয়ে নুহতে ‘ব্রিজ মণ্ডল জল অভিষেক যাত্রা’ নামের ধর্মীয় মিছিল বের করার অনুমতি দিতে অস্বীকার করেছিল জেলা প্রশাসন। তার পরেও আগামী ২৮ আগস্ট তাদের ধর্মীয় মিছিল বাতিল করবে না বলে ঘোষণা করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এমতাবস্থায় রাজ্য প্রশাসনের আশঙ্কা যে মোবাইল ইন্টারনেট পরিষেবা এবং বাল্ক এসএমএস অপব্যবহার করে জনতাকে একত্রিত করে অগ্নিসংযোগ বা ভাঙচুর এবং অন্যান্য ধরণের হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়ে জীবনহানি এবং সরকারী ও ব্যক্তিগত সম্পত্তির মারাত্মক ক্ষতি করতে পারে। সেই কারনেই নূহ জেলায় সমস্ত ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হবে। শনিবার দুপুর ১২টা থেকে ২৮ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

উল্লেখ্য, জেলা প্রশাসন ধর্মীয় মিছিলের অনুমতি না দিলেও বুধবার বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের সদস্যরা বলেছেন যে, তারা ৩১ জুলাই পাথর নিক্ষেপ এবং পরবর্তী সাম্প্রদায়িক সংঘর্ষের ফলে যে মিছিলটি বিঘ্নিত হয়েছিল এবং ৬ জন নিহত এবং 88 জন আহত হয়েছিল, সেই মিছিল পুনরায় শুরু করার জন্য তারা বিস্তৃত পরিকল্পনা করেছে। ভিএইচপি-র যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেন, তারা যেভাবেই হোক মিছিল বের করবে। তিনি বলেছেন, “আমরা আমাদের সময়সূচী অনুযায়ী যাত্রা বের করব। এটা আমাদের অধিকার এবং আমরা সে অনুযায়ী পরিকল্পনা করেছি। আমাদের নিরাপত্তা প্রশাসন ও পুলিশের দায়িত্ব এবং তাদেরই আমাদের তা প্রদান করা উচিত। প্রয়োজনে আমরা ভক্তদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি, তবে আমরা যাত্রা আবার শুরু করব।”
আরও পড়ুন- বিশ্বকাপ নিয়ে উন্মদনা তুঙ্গে, টিকিট বিক্রি হতেই ক্র্যাশ করল অনলাইন অ্যাপ







































































































































