গণপি.টুনি-ঘৃ.ণাভাষণ রোধে ‘নোডাল অফিসার’ নিয়োগ নিয়ে কেন্দ্রের কাছে সুপ্রিম-রিপোর্ট তলব

0
3

বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনি এবং ঘৃণাভাষণের ঘটনা বেড়েই চলেছে। বিরোধীদের অভিযোগ, বিজেপির (BJP) আমলে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গণপিটুনি এবং ঘৃণাভাষণ রুখতে কেন্দ্রের কাছে ‘নোডাল অফিসার’ নিয়োগ নিয়ে রিপোর্ট চাইল শীর্ষ আদালত (Supreme Court)। শনিবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এসভিএম ভট্টির বেঞ্চের নির্দেশ দেয় কোন কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কতজন ‘নোডাল অফিসার’ (Nodle Officer) নিয়োগ করা হয়েছে, তা রাজ্যগুলির থেকে জেনে কেন্দ্রকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে।

২০১৮-তেই গণপিটুনি-ঘৃণাভাষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। এই সংক্রান্ত অপরাধের উপর নজরদারি করতে এবং স্বতঃপ্রণোদিত আইনি পদক্ষেপের করার জন্যে জেলা স্তরে ‘সুপার’ পদমর্যাদার কোনও পুলিশ আধিকারিককে ‘নোডাল অফিসার’ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ঘৃণাভাষণ এবং তা থেকে হিংসা ছড়ানো রুখতে ‘সন্দেহজনক’ ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচিতে CCTV বসানো এবং ভিডিয়োগ্রাফির নির্দেশও দেওয়া হয়। কিন্তু অভিযোগ, একাধিক রাজ্যে গোষ্ঠীহিংসার আগে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়নি। ২০২১-এ দিল্লি এবং হরিদ্বারে যে ধর্ম সম্মেলন হয়, সেখানে দিল্লি আর উত্তরাখণ্ডে বক্তাদের একাংশের ঘৃণাভাষণের প্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ২০১৮ সালের সুপ্রিম নির্দেশিকা কতটা পালিত হয়েছে, সে বিষয়েই রিপোর্ট তলব করেছে দুই বিচারপতির বেঞ্চ।