চন্দ্রযান ৩ এবার সিনে পর্দায়! বলিউড ছবি তৈরির হিড়িক

0
3

চাঁদে ভারতের মহাকাশযানের সফল অবতরণে গর্বিত সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। উচ্ছ্বাসে ভেসেছেন সকলেই। ক্রীড়াবিদ থেকে বিজ্ঞানী, সাহিত্যিক থেকে বলি-টলির শিল্পীরা স্যোশাল মিডিয়ায় (Social Media) ভালবাসা উজাড় করে দিয়েছেন। এবার সবটাই বড় পর্দায় তুলে ধরার পালা। ISRO-এর সাফল্যকে চিত্রনাট্যে লিখে দর্শকদরের দরবারে নিয়ে আসতে মরিয়া বিটাউন। সূত্রের খবর ইম্পা (IMPAA), প্রডিউসর গিল অব ইন্ডিয়া এবং IFTPC কর্তাদের দফতরে উপচে পড়ছে আবেদন।

কল্পবিজ্ঞান থেকে তৈরি একাধিক গল্প বক্স অফিসে নজর কেড়েছে। মহাকাশ নিয়েও কম কাজ করেনি বলিউড। ভিনগ্রহের প্রাণী হোক বা ‘মিশন মঙ্গল’- সবেতেই বলিউডি টাচ চূড়ান্ত সফল। দর্শকের মনে সেই ছবির স্মৃতি এখনও টাটকা। তবে গল্প নয় সত্যি আজ মহাকাশে দাপট দেখিয়েছে ভারত। গত ২৩ অগাস্ট আরও এক ইতিহাস গড়ল ভারত, ইসরোর বিজ্ঞানীদের প্রচেষ্টায় এবার চাঁদের দক্ষিণমেরুতে পা রাখল বিক্রম ল্যান্ডার। রোভার তার কাজ শুরু করেছে। আর মায়ানগরীতেও এই নিয়ে ফিল্মি কাজের চিন্তা ভাবনা শুরু হয়েছে। IMPAA-র তরফ থেকে জানানো হচ্ছে, এখনও পর্যন্ত মোট ৩০-৪০টি নামের আবেদন জনা পড়েছে। যেখানে এসেছে চন্দ্রযান ৩, মিশন চন্দ্রযান-৩, দ্য মুন মিশন, বিক্রম ল্যান্ডার, ভারত চান্দ পর ইত্যাদি নাম। আগামী সপ্তাহের মধ্যেই এক বিষয়গুলো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সব নাম রিভিউ করে দেখা হবে। তারপর অনুমোদন মিলবে।