চাঁদে পৌঁছে দোর খুলল বিক্রম,’ভূমিষ্ঠ’ হল রোভার প্রজ্ঞান

0
3

১৯ মিনিটের আতঙ্ক কাটিয়ে চাঁদের মাটিতে নেমেছে বিক্রম।অভিযান সফলের পর এবার পরিকল্পনামাফিক বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। বিক্রমের অবতরণের পর এক্স হ্যাণ্ডেলে পাস্ট করে একথা জানায় ইসরো।চাঁদের মাটিতে ঘুরে ঘুরে কাজ করবে এই রোভারই। চাঁদের মাটিতে জলের সন্ধানও চালাবে এটি।

আরও পড়ুনঃ চাঁদের মাটি ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন জয়ন্ত-মানস-কৃষাণুরা,চাঁদের মাটি ছুঁতেই বঙ্গ সন্তানদের মুখে হাসি!
চাঁদের মাটিতে যখন বিক্রম নামে তখন সবে ভোর হয়েছে চাঁদে। ভোরের আলো ফোটার কিছু পরেই বিক্রমের দরজা খুলে গিয়েছে। বিক্রমের পেটের কাছের দরজাটি খুলে সেখান থেকে ঢালু পথ বেয়ে সামনের দিকে এগিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে প্রজ্ঞান। আগামী ১৪ দিন রোভারটি চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান।
প্রজ্ঞানের মোট ৬টি চাকা। তবে গতি খুবই কম প্রজ্ঞানের। চয় চাকার উপর ভর করে আস্তে আস্তে চাঁদের দক্ষিণ মেরু চষে বেরাবে প্রজ্ঞান।এর শক্তির উৎস সূর্য। সোলার পাওয়ারেই গুটি গুটি পায়ে হাঁটাচলা করবে প্রজ্ঞান।প্রজ্ঞানের সঙ্গে রয়েছে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদে সূর্য ডুবে গেলে প্রজ্ঞানেরও কাজ শেষ। মোট কথায় চাঁদের মাটিতে ‘গবেষণা’ করবে প্রজ্ঞান।
চাঁদে এক দিন সম্পূর্ণ হতে পৃথিবীর হিসাবে সময় লাগে প্রায় ২৮ দিন। অর্থাৎ, চাঁদের এক বেলা পৃথিবীর ১৪ দিনের সমান। এই ১৪ দিনই চাঁদে কাজ করতে পারবে প্রজ্ঞান। সেই অনুযায়ী সমস্ত পরিকল্পনা করেছে ইসরো।