মোদি সরকারের সাফল্যের খতিয়ান: সবই ‘পুরনো তথ্য’, ক.টাক্ষ তৃণমূলের

0
2

মোদি সরকারের তথাকথিত সাফল্যের খতিয়ান নিয়ে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। সামাজিক মাধ্যমে দলের তোপ, সাফল্যের কাল্পনিক সংখ্যায় পৌঁছনোর জন্য সরকার যে ডেটা ব্যবহার করছে তার বেশিরভাগই পুরনো। এটাই হল অমৃতকালের নমুনা। তৃণমূলের মন্তব্য, দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, দাবি করে কেন্দ্র। কিন্তু, প্রমাণ কোথায়?

পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে, বিজেপির দেওয়া জাতিগণনার তথ্য ১২ বছরের পুরনো। অর্থনৈতিক তথ্য ৯ বছরের পুরনো, অসংগঠিত ক্ষেত্রের তথ্য ১৩ বছরের পুরনো, কর্মসংস্থানের তথ্য ১২ বছরের পুরনো, শিল্প উৎপাদনের তথ্য ১২ বছরের পুরনো। সমস্ত পুরনো তথ্যের ভিত্তিতে সাফল্যের কল্পিত দাবি।

 

আরও পড়ুন- উদাসীন সীমান্ত রক্ষী বাহিনী! মহানন্দায় বাংলাদেশি বালি মা.ফিয়াদের দৌরাত্ম্য, চলছে অবাধে পা.চার