ডায়মন্ড হারবারে ভয়ানক পথ দুর্ঘটনা! অটোকে ধাক্কা মেরে উড়িয়ে দিল মিনিবাস। দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। আশঙ্কাজনক আরও ৫ জনকে দ্রুত ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জে কানপুরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেলে রায়দিঘি থেকে একটি মিনিবাস ডায়মন্ডহারবার আসছিল। হটুগঞ্জের কাছে কানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটা যাত্রী বোঝাই অটোকে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় উল্টে যায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো চালক ও এক যাত্রীর। মৃত যাত্রীর নাম প্রতাপ ময়রা, তিনি উত্তর ব্যারান্দলির বাসিন্দা। তবে অটো চালকের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ জন। আহতদের নাম সৃজন মণ্ডল, অনিমেষ মণ্ডল, বাপি হালদার, চিরন মণ্ডল ও আব্বাসউদ্দিন শেখ।
আরও পড়ুন- যাদবপুর ক্যাম্পাসে মা.দক বিরোধিতায় এবার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইউনিয়ন






































































































































