দেশের অন্যতম এলিট ক্লাস। মেধায় প্রথমসারির বিশ্ববিদ্যালয়। কিন্তু সেই যাদবপুরের ক্যাম্পাসে মদ, গাঁজা সহ মাদকের রমরমার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ যৌনতার মুক্তাঞ্চলের। বিভিন্ন বিভাগের ছাত্র সংসদগুলিও এই ব্যাপারে নিশ্চুপ। হেলদোল দেখা যায় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বাম-অতিবামদের দাপটে সাধারণ পড়ুয়ারাও সব দেখে চুপচাপ থাকে। এরই মধ্যে মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড়।

সেই পরিস্থিতিতে কিছুটা চাপের মধ্যেই ‘ক্যাম্পাসে ধূমপান ও মদ্যপান বা মাদক সেবন সমর্থনযোগ্য নয়’ বলে নেশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ইউনিয়ন ফেটসু। বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, ‘অভিযোগ উঠলে অভিযুক্তদের পাশে দাঁড়াবে না ইউনিয়ন’।

বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, তাতে সমালোচনা ঝড় ওঠে বিভিন্ন মহলে। দেখা যায়, গ্রিন জোনে ঝিলপাড়ে পাশে পড়ে রয়েছে কনডম, গর্ভনিরোধক পিলের প্যাকেট। দর্শন ভবনের পিছনে পড়ে থাকতে দেখা যায় গাঁজার খাওয়ার রোলিং পেপার। মদের বোতলের ছড়াছড়ি মাস কম বিল্ডিংয়ের পিছনে! কেন? এসব মদতে দিচ্ছে কারা? প্রশ্ন ওঠে। তার মুখে ফেটসুর এমন মাদক বিরোধী ঘোষণা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন- করবেট উদ্যানে ৬০০০ গাছ ‘সাফ’ উত্তরাখণ্ড সরকারের! CBI তদন্তের হুঁশিয়ারি আদালতের




































































































































