সুমন ঘোষ (Suman Ghosh) পরিচালিত ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)ছবি নিয়ে প্রথম দিন থেকেই আলাদা করে উন্মাদনা তৈরি হয়েছে। নাম ভূমিকায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করছেন ‘মিঠাই’ সিরিয়াল খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি। সাহিত্য আর সিনেমা এক ফ্রেমে এনে বাঙালি নস্টালজিয়ার কথা মাথায় রেখে এই সিনেমা তৈরি করা পরিচালকের কাছেও বেশ চ্যালেঞ্জিং। এই সিনেমা মানেই কল্পনায় আফগানিস্তানকেই মনে করেন দর্শক। কিন্তু শোনা যাচ্ছিল শারীরিক নানা জটিলতার কারণে অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)বিদেশে শুটিং করতে আপত্তি জানিয়েছিলেন। তাই লোকেশন নিয়ে টালবাহানা চলছিল। অবশেষে ফাইনাল ডেসটিনেশন হল কার্গিল।

প্রথমে শোনা গিয়েছিল, আফগানিস্তানে নাকি ছবির কিছু অংশের শুটিং হতে পারে। কিন্তু এই মুহূর্তে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিচার করে সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতারা। তারপর পশ্চিম এশিয়ার তাজিকিস্তান এবং উজবেকিস্তানের নামও ভাবনায় আনা হয়েছিল। পরে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত বদল করা হয় এবং দেশেই শুটিং করা হবে বলে প্রযোজনা সংস্থা সূত্রে খবর। কাবুলিওয়ালা ছবির আউটডোর শুটিং হবে কার্গিলে। চলতি মাসের শেষেই লোকেশনে পৌঁছে যাওয়ার কথা ইউনিটের। বহুদিন পরে ওই অঞ্চলে বাংলা ছবির শুটিং হবে বলেই মনে করা হচ্ছে।






 
 
 
 

































































































































