বগটুইকাণ্ডে অভিযুক্ত মৃ*ত লালন শেখের বাড়ির সামনে উদ্ধার বো*মা

0
4

বগটুইকাণ্ডে সিবিআই হেফাজতে মৃত্যু হওয়া লালন শেখের বাড়ির বাগান থেকে বেশ কিছু বোমা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিমপাড়ার লালনের বাড়ি সামনের বাগান থেকে বোমাগুলি উদ্ধার হয়।ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

আরও পড়ুনঃঅভিমান গলে জল! বগটুইয়ের নিহ*তদের পরিবারের ভরসা মুখ‍্যমন্ত্রীর উপরই

মঙ্গলবার গোপন সূত্রের খবর পেয়ে লাললন শেখের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এরপরই পুলিশ দেখে একটি প্লাষ্টিকের জারে রাখা বোমাগুলি । মাটিতে গর্ত করে রাখা হয়েছে সেগুলি ।এরপ্র সেগুলিকে উদ্ধার করে খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াডে। ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
তৃণমূল নেতা ভাদু শেখকে বোমা মেরে এবং গুলি করে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন লালন শেখকে ঝাড়খণ্ড থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই হেফাজতে থাকাকালীন গত বছর ১২ ডিসেম্বর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বগটুইকাণ্ডের পর লালনের বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই। পরে আদালতের নির্দেশে সেই বাড়ি খুলে দেওয়া হয়।