মেঘভাঙা বৃষ্টি, ধস এবং হড়পা বানের কারণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ১৪ অগস্ট সকালে শিমলার সামার হিল এলাকার শিবমন্দির ধসে পড়ায় মৃত্যু হয় বহু পুণ্যার্থীর। এমনকি মনেদিরে পুজো দিতে আসা বহু দর্শনার্থী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়।তারপর কেটে গিয়েছে এক সপ্তাহ। এখনও শেষ হয়নি উদ্ধারকাজ। কাজ যতই এগোচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে হিমাচলে মৃ.ত্যু বেড়ে অন্তত ৬০! উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা
প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত শিবমন্দিরের ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও দুই থেকে তিন জনের মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা রয়েছে বলে করছেন হিমাচল প্রদেশের প্রশাসনিক আধিকারিকেরা। রাজ্য সরকারের এক মুখ্য আধিকারিক জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উদ্ধারকাজ সম্পূর্ণ হয়ে যাবে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, তিন-চার দিনের মধ্যে কুলু এলাকার রাস্তা দিয়ে ভারী যানবাহনও যাতায়াত করতে পারবে।
অতি বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের চারদিকে মৃত্যুর হাহাকার এবং ধ্বংসস্তূপ। ধসের প্রভাবে প্রায় ১০ হাজার কোটি টাকা সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২০২২টি বাড়ি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯৬১৫টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। বৃষ্টির কবলে পড়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২৪ জন। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১৭ জনের।








































































































































