রাজ্য সরকার রাজ্যের জনঘনত্বের নিরিখে জেলার সংখ্যা বাড়াতে চাইছে। এই মুহূর্তে রাজ্যে ১০ কোটির বেশি মানুষ বসবাস করলেও পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ২৩। কিন্তু ২৪ কোটি মানুষের বাস উত্তরপ্রদেশে এই মুহূর্তে সেখানে জেলার সংখ্যা ৭৫। এই অবস্থায় রাজ্য সরকার মনে করছে জনঘনত্ব বিচার করলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা আরও বৃদ্ধি পাওয়া উচিত।
চলতি মাসে হওয়া শেষ মন্ত্রিসভার বৈঠকে জেলা বৃদ্ধির প্রসঙ্গটি উঠেছিল ৷ কিন্তু নতুন জেলা তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র জনবিন্যাস নয়, আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করেই সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বড় জেলাগুলি ভেঙে নতুন জেলার জন্য একটি গ্রুপস অফ মিনিস্টারের কমিটি গঠন করেছেন। এই কমিটিতে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুত্মন্ত্রী অরূপ বিশ্বাস ও আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁরা আঞ্চলিক আবেগ, জনবিন্যাস, স্থানীয় ইস্যু-সহ একাধিক বিষয়ের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আগামী তিন মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এই রিপোর্টের ভিত্তিতেই হতে পারে জেলা বিভাজন।
আরও পড়ুন- সংসদে রাজীব স্মরণ INDIA. জোটের! পূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে মোদিকে তো.প তৃণমূলের