বিহারে প্রাতঃভ্রমণে বেরিয়ে খু*ন শিক্ষক, উদ্বিগ্ন প্রশাসন

0
2

প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রোজকার মতো। ভাবেননি সেটাই হবে তার শেষ প্রাত:ভ্রমণ।শেষ পর্যন্ত খুন হতে হল বিহারের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে। আততায়ীর গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রয়াতের নাম জহর চৌধুরী। তিনি বিহারের ফতেহার বাসিন্দা।জানা গিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে খুন হন তাঁর ছেলে। সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন ওই বৃদ্ধ। এবার তাঁকেও খুন  করল দুষ্কৃতীরা। তিন দুষ্কৃতীর মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল। বাইকে করে এসে তারা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু হয়েছে। কিন্তু কি কারণে ওই শিক্ষককে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলশ।এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তকারীদের ধারণা, এই খুনের পিছনে রয়েছে কোনও জমি সংক্রান্ত বিবাদ। স্থানীয়দের সঙ্গে কথা বলে অনেক তথ্য হাতে এসেছে পুলিশের।সেগুলো কতটা সত্য তা যাচাই করে দেখছে পুলিশ।

বিহারে যেভাবে একের পর এক খুনের ঘটনা ঘটছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। পুরো বিষয়টির ওপর নজর রাখছে পুলিশ।