যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা মোট ১৩। শনিবার রাতে জয়দীপ ঘোষ নামে এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জয়দীপ। শনিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর জয়দীপকে রাতে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী জয়দীপ ঘোষ। ২০২১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন জয়দীপ ঘোষ। কিন্তু, পাশ করলেও বিশ্ববিদ্যালয় ও হস্টেল ছাড়েননি জয়দীপ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ। বর্তমানে বিক্রমগড়ে থাকেন তিনি। মেন হস্টেলে থাকতেন না তিনি। ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট রাতে তিন তলার করিডর থেকে ছাত্রের পড়ে যাওয়ার খবর পেয়ে হস্টেলে পৌঁছে যায় পুলিশ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মেন গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতেই পারেনি পুলিশ। যা নিয়ে একটি স্বতঃপ্রণোদিতভাবে পৃথক মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতেই এদিন রাতে জয়দীপ ঘোষকে গ্রেফতার করল পুলিশ। কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন বুদ্ধদেব সাউ