বিতর্কের আবহেই নতুন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে আধিকারিকদের নিয়ে একদফা বৈঠকও করেন তিনি। রাজ্যপাল আগেই জানিয়েছিলেন তাড়াতাড়ি উপাচার্য নিয়োগ করা হবে। সেই মতোই সিদ্ধান্ত গৃহীত হল। রাজভবনের তরফে জানানো হয়েছে, আপাতত অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হল বুদ্ধদেব সাউকে।
আরও পড়ুন- লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনার গাড়ি পড়ে মৃ.ত্যু ৯ জওয়ানের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর





































































































































