লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনার এক আধিকারিক ও আট জওয়ান। শনিবার লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারির কাছে পিছলে খাদে পড়ে যায় ভারতীয় সেনার একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক জুনিয়র কমিশন অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ট্যুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “লেহের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ সেনা জওয়ানের মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের দেশের প্রতি তাদের নিবেদন ও অঙ্গীকার সর্বদা স্মরণ করা হবে।“
Deeply distressed to hear about the loss of 9 Army personnel in the tragic accident near Leh.
Their dedication and commitment to our country will always be remembered.
Our thoughts and prayers are with the bereaved families during this difficult time.
— Abhishek Banerjee (@abhishekaitc) August 19, 2023
সেনার তরফে জানা গিয়েছে, লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনা ঘটে। মোট পাঁচটি গাড়ির ট্রাকের কনভয় এগোচ্ছিল। সেই সময়ই রাস্তায় একটি ট্রাকের চাকা পিছলে যায়। সোজা নদীতে গিয়ে পড়ে। জানা গিয়েছে, কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগেই রাস্তা ছিল পিচ্ছিল। তার জেরেই গাড়ি গিয়ে পড়ে নয়ানজুলিতে বলে প্রাথমিক অনুমান। যে কনভয়টি নদীতে পড়ে গিয়েছে, তাতে ১০ জন জওয়ান ছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে।
আরও পড়ুন- লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনার গাড়ি পড়ে মৃ.ত্যু ৯ জওয়ানের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর