তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন জামাই, ফিরহাদ বললেন “পরজীবী”

0
4

কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা ইয়াসির হায়দার। আজ, শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন ইয়াসির। তিনি সম্পর্কে তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা তথা মন্ত্রী ও।কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাই। ইয়াসির হায়দার জানান, একুশের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাননি তিনি। সেই বছরই মার্চ মাসে তৃণমূল ছেড়ে দেন তিনি। সক্রিয় রাজনীতিতে ছিলেন না বলে দাবি করে ইয়াসির বলেন, কংগ্রেস তাঁকে এই সুযোগ দেওয়ায় তিনি খুশি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

ফিরহাদ হাকিম প্রসঙ্গে ইয়াসির হায়দার বলেন, “ওঁর প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে আমাদের মতাদর্শ আলাদা। অন্যদিকে, ফিরহাদ হাকিমকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার তো মনে হয় কংগ্রেস দলটা এবার উঠে যাবে। কারণ, যাঁরা আত্মীয়-স্বজন নিয়ে কারবার করেন তাঁরা আসলে দল করেন না।”

ফিরহাদ হাকিমের আরও সংযোজন, “ফিরহাদ হাকিমের লোক বা আত্মীয় কোনও পরিচয় হয় নাকি? আমি ছোটবেলা থেকে আন্দোলন করে উঠে এসেছি এবং নিজের একটা পরিচয় তৈরি করেছি। গাছের মধ্যে যখন আর একটি গাছ জন্মায় তখন তাকে বলে পরজীবী। পরজীবী হয়ে বাঁচা যায় নাকি?” তাঁর ভাবমূর্তিতে কোনও প্রভাব পড়বে কিনা সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ”এটা আমার ভাবমূর্তি বা দলগত কোনও ব্যাপার নয়।”

আরও পড়ুন- রাজ্যসভার বিজেপি সাংসদদের বিরুদ্ধে ভুরিভুরি মা.মলা! তালিকার উপরের সারিতে উঠে এল নিশীথ-বার্লার নাম