মেইন হস্টেলে নির্মম অত্যাচারের শিকার হয়ে প্রাণ গিয়েছে বাংলা প্রথম বর্ষের ছাত্রের। যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব গোটা রাজ্য। জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রমৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আগেই ক্ষেপে ক্ষেপে গ্রেফতার হয়েছিল প্ৰাক্তনী ও বর্তমান সহ ৯ জন পড়ুয়া। তাদের জেরা করে আরও কয়েক জনের নাম পাওয়া গিয়েছে।

আজ, শুক্রবার আরও দুই প্রাক্তনী ও একজন বর্তমান পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সূ্ত্রে খবর, সেদিন ঘটনার সময়ে মেইন হস্টেলে হাজির ছিল আরও ২ জন। ঘটনার সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে তাদের। সবমিলিয়ে গ্রেফতারির সঙ্গে সংখ্যা বেড়ে হল ১২।

পুলিশ সূত্রে খবর, এবার ধৃতরা হল নাসিম আখতার, হিমাংশু কর্মকার ও সত্যব্রত রাই। নাসিম ও হিমাংশু যাদবপুরের প্রাক্তন ছাত্র। কম্পিউটার সায়েন্স বিভাগের চতু্র্থ বর্ষের পড়ুয়া। গত ৯ অগস্ট হস্টেলে তিনতলা থেকে নিচে পড়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়া। পরের দিন, ১০ অগস্ট হাসপাতালে মৃত্যু হয়। লালবাজার সূত্রে খবর, সেই ঘটনার হস্টেল ছেড়ে চলে গিয়েছিলেন দুই প্রাক্তনী নাসিম ও হিমাংশু। বর্তমান পড়ুয়া সতব্রত্য অবশ্য হস্টেলেই ছিলেন। এদিন নোটিশ পাঠিয়ে ৩ জনকেই ডেকে পাঠানো হয় যাদবপুর থানায়। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় তাদের।
আরও পড়ুন- যাদবপুরের ছায়া অশোকনগরে! নেতাজি শতবার্ষিকী কলেজে ছাত্রকে মা.রধরের অভিযোগ




































































































































