দিল্লি দা*ঙ্গা মা*মলায় ধৃ*ত ৩ জনকেই বেকসুর খা*লাস আদালতের

0
2

২০২০ সালে দিল্লি দাঙ্গা মামলার (Delhi riots case) শুনানিতে আজ তিন অভিযুক্তকে বেকসুর খালাস করল আদালত। পাশাপাশি তদন্তের ঘটনায় পুলিশের (Delhi Police) ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেছেন বিচারক। এই মামলায় তাঁর পর্যবেক্ষণ যে পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারচুপির চেষ্টা করেছে। এখানেই শেষ নয় পূর্ব নির্ধারিত, যান্ত্রিক এবং ভ্রান্ত পদ্ধতিতে চার্জশিট দাখিল করা হয়েছে। এরপর সবদিক বিচার করে ধৃতদের অব্যাহতি দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।

২০২০ সালে একটি দাঙ্গার মামলায় আকিল আহমেদ, রহিস খান এবং ইরশাদকে গ্রেফতার করা হয়েছিল। এঁদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র দিয়ে দাঙ্গা, সরকারি আদেশ অমান্য করা, অগ্নিসংযোগ , অপরাধমূলক ষড়যন্ত্র করার অপরাধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮ , ১৪৯, ১৮৮, ৪৩৬, ১২০ বি ধারায় মামলা করেছিল পুলিশ। এদিন অতিরিক্ত দায়রা বিচারক পুলস্ত্য প্রমাচালা বলেন, মামলার চার্জশিটে উল্লেখ করা প্রয়োজন যে রিপোর্ট করা ঘটনাগুলির ক্ষেত্রে সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে তদন্ত করা হয়নি এবং অভিযোগপত্রগুলি পূর্বনির্ধারিত, যান্ত্রিক এবং ভুল পদ্ধতিতে দাখিল করা হয়েছিল। প্রাথমিক ভুল ধামাচাপা দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ করার কারণেই এই খালাসের আদেশ দেওয়া হয় বলে বিচারক জানান।