বিশ্ববিদ্যালয় (Jadavpur University) প্রাঙ্গনে সিসিটিভি (CCTV) বসানো সহ কয়েক দফা দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছিলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা (Sudip Raha)। আর সেই মামলায় এবার বেনজির পদক্ষেপ। মামলায় পার্টি করা হল বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (Governor CV Anand Bose)। পাশাপাশি মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী। সুদীপের অভিযোগ, আচার্য হিসাবে রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী। তাছাড়া যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কেউ ছিলেন না। তাই মামলায় আচার্যকেও যুক্ত করার দাবি জানান তিনি।

পাশাপাশি জনস্বার্থ মামলায় ইউজিসির (UGC) নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় এবং হস্টেল চত্বরে অবিলম্বে সিসিটিভি বসানোর আবেদন জানানো হয়েছে। এমনকী মামলার দৃষ্টি আকর্ষণের সময়ও আচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, পুলিশের অনুমতি না মেলায় শুক্রবার খুলে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপির যুব মোর্চার মঞ্চ। বৃহস্পতিবার ওই ধর্না মঞ্চেই বিরোধী দলনেতা শুভেন্দুর ভাষণের পর গণ্ডগোল বেঁধে যায়। শুক্রবার সেখানেই যুব মোর্চার কর্মসূচি ছিল। তার আগেই মঞ্চ খোলার কাজ শুরু করে পুলিশ। এদিকে পুলিশ তাদের কর্মসূচির অনুমতি বাতিল করে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিয়েছে। এরই প্রতিবাদে ধর্না মঞ্চের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন যুব মোর্চার কর্মীরা।













































































































































