চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত!তিলোত্তমায় ঝেঁপে বৃষ্টি

0
4

বর্ষার মরসুম আসতেই বানভাসি পরিস্থিতি উত্তর ভারতের একাধিক রাজ্যে। তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল ও উত্তরাখণ্ডের বহু এলাকা। উত্তরবঙ্গেও দিনের পর দিন ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। তবে দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি না হলেও গত শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনও ভারী থেকে অতিভারী বৃষ্টি বজায় থাকবে।

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে হিমাচলে মৃ.ত্যু বেড়ে অন্তত ৬০! উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা

বৃষ্টির কারণে আজ ও কাল তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৮ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের। উপরের দিকের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় যা হিমালয়ের পাদদেশ দিয়ে বিস্তৃত হয়েছে৷ এরই দোসর বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত৷ হাওয়া অফিস জানাচ্ছে, এই ঘূর্ণাবর্তের জেরে গোটা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই একধাক্কায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে৷ একনজরে দেখে নিন কোথায় কোথায় বৃষ্টি হবে-
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । এছাড়াও বুধ ও বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আজ দক্ষিণ ২৪ পরগণা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝেঁপে বৃষ্টি হবে। বৃহস্পতিবার তুমুল বৃষ্টি হবে পুরুলিয়া ও বাঁকুড়াতেও।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার ফের বাড়বে বৃষ্টি।