৭৭তম স্বাধীনতা দিবসে রাজ্যবাসী তথা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এই মুহূর্তে চোখের চিকিৎসা করাতে আমেরিকাতে রয়েছেন অভিষেক। সেখান থেকেই টুইটে (Tweet) শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি, কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকারের বিরুদ্ধে নাম না করে তোপ দাগলেন অভিষেক।
লেখেন, “৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা!
আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই। স্বৈরাচারী চ্যালেঞ্জের মুখে সাম্য, স্বাধীনতা এবং ন্যায়বিচারের মূল্যবোধকে জয়ী করার অঙ্গীকার করছি।”
Warmest greetings to everyone on the momentous occasion of the 77th Independence Day!
In homage to our brave freedom fighters, we renew our commitment to champion the values of equality, freedom and justice in the face of authoritarian challenges.
Jai Hind 🇮🇳
— Abhishek Banerjee (@abhishekaitc) August 15, 2023