বিরোধীদের অনাস্থার প্রস্তাবের জবাবী ভাষণে সংসদে ২ ঘণ্টা ১২ মিনিটের দীর্ঘ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার মধ্যে অগ্নিগর্ভ মণিপুরের জন্য বরাদ্দ করলেন মাত্র এক মিনিট। বাকি দু’ঘণ্টা ১১ মিনিট ধরে চললো আত্ম প্রশংসা, ক্ষমতার দম্ভ ও বিরোধীদের প্রতি আক্রমণ। মণিপুর ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানালেন, “গতকালই এই ইস্যুতে বিস্তারিত বক্তব্য রেখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।” তিন মাস ধরে জ্বলতে থাকা উত্তর-পূর্বের এই রাজ্য প্রসঙ্গে যে সব প্রশ্ন বিরোধীদের তরফে সরকারের কাছে রাখা হয়েছিল তা সযত্নে এড়িয়ে যেতে দেখা গেল প্রধানমন্ত্রীকে।

এদিন প্রধানমন্ত্রীর জবাবি ভাষণে শুরু থেকেই কংগ্রেসসহ বিরোধীদের তোপ দাগেন নরেন্দ্র মোদি। চেনা সুরে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরল হন তিনি। প্রায় দেড় ঘন্টা আক্রমণ শানানোর পর মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর একটি শব্দও খরচ না করায় ওয়াক আউট করেন বিরোধী সংসদরা। বিরোধীদলগুলি অধিবেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর মণিপুর ইস্যুতে মুখ খুলে প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতির উর্ধ্বে উঠে মণিপুর নিয়ে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেই সময়ে শুনতে চাননি বিরোধীরা। কিন্তু কেন্দ্র ও রাজ্য দুই সরকারই মণিপুরে শান্তি ফেরাতে চেষ্টা করছে। দোষীদের শাস্তিও দেওয়া হবে। শান্তি ফিরবে সেরাজ্যে। মা-বোনদের আশ্বস্ত করে বলতে চাই, দেশ আপনাদের পাশেই রয়েছে।” ব্যাস এইটুকুই। এরপর নিজের চেনা পথে মোড় ঘুরিয়ে ফের কংগ্রেসসহ বিরোধীদের বিরুদ্ধে খড়্গহস্ত হন তিনি।
উল্লেখ্য, গত ৩ মে থেকে হিংসায় জ্বলছে মণিপুর, কিন্তু সেই বিষয়ে একবারের জন্যও বিবৃতি দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের তরফে বারবার প্রশ্ন রাখা হয়েছিল, দীর্ঘদিন ধরে হিংসা চললেও কেন বিজেপি সরকার সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ? কেন একবারের জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল মণিপুর পরিস্থিতি পর্যবেক্ষণে গেল না? লাগাতার খুন ধর্ষণ হিংসার ঘটনা সামলাতে ব্যর্থ মণিপুরের মুখ্যমন্ত্রীকে কেন বহিষ্কার করা হচ্ছে না? কেন এখনো পর্যন্ত এই ইস্যুতে কোনও শান্তি বৈঠক ডাকা হয়নি? বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জবাবি সে সকল বিষয় সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি। জবাবের পরিবর্তে এদিন একতরফা সংসদে বিরোধীদের আক্রমণ শানাতেই দেখা গেল প্রধানমন্ত্রীকে।













































































































































