মঙ্গলবার স্বাধীনতা দিবস। তার আগে শুধু সোমবার। শনি, রবি ছুটি আর সোমবার ছুটি নিলেই ব্যস! কাছাকাছি ট্যুর করাই যায়। কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনের টিকিটের ভাঁড়ে মা ভবানী। পূর্ব রেল তাই সিদ্ধান্ত নিয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ ১১ অগস্ট উত্তরবঙ্গের উদ্দেশে একটি বিশেষ ট্রেন চালানো হবে।

আরও পড়ুনঃযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃ.ত্যু!আত্মহ.ত্যা নাকি খু.ন?


রেল জানিয়েছে, বিশেষ ওই ট্রেনের নম্বর ০৩১০৩। আগামী ১১ অগস্ট রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে তার পরের দিন অর্থাৎ ১২ অগস্ট, শনিবার সকাল পৌনে ১১টায়। ট্রেনটি শিয়ালদহ, নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, জঙ্গিপুর, মালদা হয়ে তারপর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সমস্ত রিজার্ভেশন কাউন্টার থেকে এই ট্রেনের টিকিট পাওয়া যাবেl তবে তৎকাল টিকিট বুকিংয়ের কোনও রকম সুবিধা নেই ।













































































































































